হোম > সারা দেশ > নাটোর

মাদকে-জুয়ায় সব শেষ, গরু বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রীর হাত কর্তন

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে মাদক আর জুয়ায় আসক্ত হয়ে সম্পদ প্রায় সব শেষ করেছেন আরিফ হোসেন (৫২)। এবার নেশার জন্য টাকা না পেয়ে কুপিয়ে স্ত্রী মোছা. আলেয়া বেগমের (৪৫) এক হাত কেটে ফেলেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর চণ্ডীগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত আলেয়া বেগমের ভাগনে রকিবুল ইসলাম (২৪) বলেন, কিছুদিন আগে ৩ লাখ টাকায় কয়েকটি গরু বিক্রি করে নেশা ও জুয়ার আসরে শেষ করেন আরিফ হোসেন। এ নিয়ে পরিবারে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এ বিষয়ে থানায় অভিযোগ করেও কোনো ফল হয়নি। বাড়ির বাকি গরু-ছাগল বিক্রি করে নেশার টাকা জোগাড় করা নিয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আলেয়া বেগমের সঙ্গে ঝগড়া হয়।

রকিবুল ইসলাম আরও বলেন, একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে বাঁ হাত কেটে ফেলেন। গুরুতর আহত আলেয়া বেগমকে স্বজনেরা উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে রক্তক্ষরণে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয়রা জানান, আরিফ হোসেন একদিকে মাদকাসক্ত, সেই সঙ্গে নিয়মিত জুয়া খেলেন। বাড়ির গরু-ছাগল ও জিনিসপত্র বিক্রি করে নেশা ও জুয়ার টাকা জোগাড় করে নিঃস্ব হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় থানায় কেউ এখনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়

গুড় তৈরিতে কাপড়ের রং ব্যবহার, এক লাখ টাকা জরিমানা

ধানুড়া বালিকা উচ্চবিদ্যালয়: চার বছরে ১০৬ শিক্ষার্থীর বাল্যবিবাহ