হোম > সারা দেশ > নাটোর

স্কুলে টিফিনের ফাঁকে ছাত্রদের কাছে গাঁজা বেচেন তিনি

লালপুর (নাটোর) প্রতিনিধি 

গাঁজাসহ আটক যুবক আল আমিন। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে স্কুলছাত্রদের কাছে গাঁজা বিক্রির অভিযোগে আল আমিন হোসেন (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। স্কুলের টিফিনের বিরতিতে শিক্ষার্থীদের কাছে গাঁজা বিক্রি করতে এসে ধরা পড়েন তিনি। আজ বুধবার (১৪ মে) উপজেলার ওয়ালিয়া উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আটক যুবক উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল চকপাড়া গ্রামের জমশেদ আলীর ছেলে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সাত্তার বলেন, মাদক কারবারি আল আমিন হোসেন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কাছে গাঁজা বিক্রি করে আসছেন। আজ বুধবার তিনি গাঁজা বিক্রি করতে স্কুলে এসেছেন, এমন খবর পেয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে থেকে গাঁজা ও গাঁজা সেবনের উপকরণ পাওয়া যায়। স্কুলের কোনো এক শিক্ষার্থী গাঁজা কেনার জন্য তাঁকে ডেকেছিল বলে আল আমিন স্বীকারোক্তি দেন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরও বলেন, ‘আল আমিন এর আগেও স্কুলে এসে মাদক বিক্রি করেছেন বলে শুনেছি। স্কুলে যাওয়া-আসার পথে তিনি ছাত্রীদের উত্ত্যক্ত করেন বলেও শিক্ষার্থীদের কাছ থেকে আজ অভিযোগ পেয়েছি।’ তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি স্কুলের ব্যবস্থাপনা কমিটি এবং অভিভাবকদের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেবেন।

এ ব্যাপারে লালপুর থানার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সুমন চন্দ্র দাস বলেন, আটক আল আমিন হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে নাটোর জেলহাজতে পাঠানো হবে।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী