হোম > সারা দেশ > নাটোর

চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার 

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদাবাজি ও জেরপূর্বক বিদ্যালয়ের মাঠ দখলের অভিযোগে করা মামলায় আজ শুক্রবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আইয়ুব আলী (৫৫) নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নাজিরপুর ইউপির সদস্য। 

মামলার বাদী ফিরোজ আলী বলেন, চেয়ারম্যান আইয়ুব আলী ও তাঁর কয়েকজন অনুগতদের মাধ্যমে ২০২৩ সালের জুলাই মাসে তাঁর কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদার টাকা না পেয়ে বিদ্যালয়ের ১৩ শতক জায়গা অবৈধভাবে দখলে নিয়ে সেখানে কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে রাখেন। পরিস্থিতির কারণে সেসময় তাঁদের বিরুদ্ধে মামলা করতে না পারলেও জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়। 

প্রশাসনের পক্ষে কাঁটা তারের বেড়াটি উচ্ছেদ হলেও তাঁর কাছে চাঁদার টাকা দাবি করা হচ্ছিল। বর্তমানে দেশে মামলা করার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় গতকাল বৃহস্পতিবার আদালতে মামলা করা হয়। 

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফিরোজ আলী বাদী হয়ে বৃহস্পতিবার গুরুদাসপুর আমলি আদালতে একটি মামলা করেন। আজ শুক্রবার গুরুদাসপুর থানায় ওই মামলাটি রেকর্ড করে চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। 

ওই মামলায় আরও ১১ জন আসামি রয়েছে। তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী