হোম > সারা দেশ > নাটোর

নাটোরের ৮ পৌরসভায় লকডাউন শুরু, নতুন আক্রান্ত ১০২ জন

প্রতিনিধি

নাটোর: নাটোরে আরও ১০২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় ২৭৬ জনের নমুনা পরীক্ষা করে এই ফল পাওয়া যায়। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে প্রায় ৩৭ শতাংশ। এ দিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ বুধবার সকাল থেকে জেলার ৮টি পৌর এলাকায় শুরু হয়েছে লকডাউন। 

পৌরসভাগুলো হলো নাটোর, সিংড়া, নলডাঙ্গা, বাগাতিপাড়া, গোপালপুর, বড়াইগ্রাম, বনপাড়া ও গুরুদাসপুর। 

জানা গেছে, এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৯৯ জনে। আজ করোনা আক্রান্ত হয়ে আরও দুজন মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট ৪৫ জনের মৃত্যু হয়েছে। 

নাটোর উপজেলা অফিস সূত্রে জানা যায়, ওই সব পৌরসভার প্রবেশদ্বার ও গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। রাস্তায় বের হওয়া যানবাহনগুলো থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। উপযুক্ত কারণ না দেখাতে পারলে যানবাহনগুলো ফিরিয়ে দিচ্ছে। এর আগে গত ৯ থেকে ২২ জুন পর্যন্ত দুই দফায় নাটোর পৌরসভা ও সিংড়া পৌর এলাকা লকডাউনের আওতায় ছিল।

নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ–প্রশাসনের সদস্যরা মাঠে রয়েছেন। পৌর এলাকার প্রবেশদ্বারসহ গুরুত্বপূর্ণ মোড় এলাকায় প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। স্বাস্থ্যবিধিসহ সামাজিক দূরত্ব না মানলে অর্থদণ্ডসহ কারাদণ্ড দেওয়া হবে।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী