হোম > সারা দেশ > নাটোর

নাটোরের ৮ পৌরসভায় লকডাউন শুরু, নতুন আক্রান্ত ১০২ জন

প্রতিনিধি

নাটোর: নাটোরে আরও ১০২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় ২৭৬ জনের নমুনা পরীক্ষা করে এই ফল পাওয়া যায়। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে প্রায় ৩৭ শতাংশ। এ দিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ বুধবার সকাল থেকে জেলার ৮টি পৌর এলাকায় শুরু হয়েছে লকডাউন। 

পৌরসভাগুলো হলো নাটোর, সিংড়া, নলডাঙ্গা, বাগাতিপাড়া, গোপালপুর, বড়াইগ্রাম, বনপাড়া ও গুরুদাসপুর। 

জানা গেছে, এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৯৯ জনে। আজ করোনা আক্রান্ত হয়ে আরও দুজন মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট ৪৫ জনের মৃত্যু হয়েছে। 

নাটোর উপজেলা অফিস সূত্রে জানা যায়, ওই সব পৌরসভার প্রবেশদ্বার ও গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। রাস্তায় বের হওয়া যানবাহনগুলো থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। উপযুক্ত কারণ না দেখাতে পারলে যানবাহনগুলো ফিরিয়ে দিচ্ছে। এর আগে গত ৯ থেকে ২২ জুন পর্যন্ত দুই দফায় নাটোর পৌরসভা ও সিংড়া পৌর এলাকা লকডাউনের আওতায় ছিল।

নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ–প্রশাসনের সদস্যরা মাঠে রয়েছেন। পৌর এলাকার প্রবেশদ্বারসহ গুরুত্বপূর্ণ মোড় এলাকায় প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। স্বাস্থ্যবিধিসহ সামাজিক দূরত্ব না মানলে অর্থদণ্ডসহ কারাদণ্ড দেওয়া হবে।

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়

গুড় তৈরিতে কাপড়ের রং ব্যবহার, এক লাখ টাকা জরিমানা

ধানুড়া বালিকা উচ্চবিদ্যালয়: চার বছরে ১০৬ শিক্ষার্থীর বাল্যবিবাহ

ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না সেনাসদস্যের

নাটোরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪১