হোম > সারা দেশ > নাটোর

নাটোরে সেতুর ওপর থেকে মানুষের একটি কাটা হাত উদ্ধার

নাটোর প্রতিনিধি 

কাটা হাত। ছবি: সংগৃহীত

নাটোরের দত্তপাড়া এলাকায় সেতুর ওপর থেকে পলিথিনে মোড়ানো মানুষের একটি হাত উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে হাতটি উদ্ধার করে হাসপাতালে ফ্রিজিং করতে পাঠানো হয়। এটি কোনো এক ব্যক্তির বাঁ হাত।

স্থানীয়দের ধারণা, কেউ হাতটি সেতুর নিচে নদীতে ফেলতে গিয়ে ওপরে ফেলে দেয়।

খোঁজ নিয়ে জানা যায়, সন্ধ্যার পর অন্য দিনের মতো জনবহুল দত্তপাড়া বাজার এলাকায় অবস্থান করছিল স্থানীয় লোকজন। এ সময় অন্ধকারের মধ্যে চলন্ত কোনো এক যানবাহন থেকে একটি পলিথিনে মোড়ানো প্যাকেট সেতুর ওপর পড়ে যায়। কোনো গুরুত্বপূর্ণ জিনিস মনে করে লোকজন এগিয়ে গিয়ে দেখতে পায়, একটি সবুজ পলিথিন ব্যাগে খোলা অবস্থায় কাটা একটি বাঁ হাত পড়ে রয়েছে।

বিষয়টি সদর থানা-পুলিশকে জানালে পুলিশ এসে কাটা হাতটা উদ্ধার করে নিয়ে যায়।

দত্তপাড়া এলাকার বাসিন্দা জুয়েল রানা ও আবু ইউসুফ জানান, তাঁদের ধারণা ব্যাগটি নদীতে ফেলার সময় সেতুর রেলিংয়ে বাধা পেয়ে সেতুর ওপরে পড়ে যায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পলিব্যাগে মোড়ানো একটি কাটা বাঁ হাত উদ্ধার করা হয়েছে। তবে কার হাত, কারা ফেলে গেছে, এ ব্যাপারে কিছুই জানা যায়নি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী