নাটোরের লালপুরে নছিমনের সঙ্গে সংঘর্ষে মো. গোলাম মোস্তফা মুকুল (৫৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলার চকনাজিরপুর-ইসলামপুর সড়কের ইসলামপুর জামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা মুকুল উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামের শাহজাহান নূরীর ছেলে। তিনি ইসলামী ছাত্রশিবিরের লালপুর উপজেলা শাখার সাবেক সভাপতি। তা ছাড়া তিনি জামায়াতে ইসলামী লালপুর উপজেলার কর্মপরিষদ সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের ইসলামপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে তিলকপুরে নিজ বাড়ি ফিরছিলেন গোলাম মোস্তফা। পথে ইসলামপুর-চকনাজিরপুর সড়কের ইসলামপুর জামতলা নামক স্থানে গরু বহনকারী নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়লে ওই নছিমনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনিরুল ইসলাম বলেন, আজ মঙ্গলবার সকাল ৯টায় নবীনগর ঈদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে গোলাম মোস্তফার লাশ দাফন করা হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।