হোম > সারা দেশ > নরসিংদী

‘ছোটবেলার’ স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে 

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করে ছোটবেলার স্বপ্ন পূরণ করলেন এক ইতালিপ্রবাসী। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার শুকুন্দী ইউনিয়নের বালিয়াকান্দা গ্রাম থেকে গিয়ে একই উপজেলার চকমাদবদী গ্রামে এ বিয়ে সম্পন্ন হয়। 

বর হিসেবে ছিলেন শুকুন্দী ইউনিয়নের বালিয়াকান্দা গ্রামের ইদ্রিস আলী ফকিরের ছেলে কাউছার আহমেদ এবং কনে চকমাদবদী গ্রামের ব্যবসায়ী তাজউদ্দিন আহমেদের মেয়ে তাসনিয়া। 

এদিকে মফস্বলে হেলিকপ্টারে চড়ে বিয়েকে কেন্দ্র করে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে। হেলিকপ্টার দেখতে বর এবং কনের বাড়িতে হাজারো মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। 

বরের বাবা ইদ্রিস আলী ফকির জানান, ছেলের শখ ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করবে। সেই শখ পূরণ করতেই এক লাখ ৫০ হাজার টাকায় ভাড়া নিয়ে হেলিকপ্টারে বিয়ের আয়োজন করা হয়।  হেলিকপ্টারে সহযাত্রী হিসেবে বরের বাবা ইদ্রিস আলী ফকির এবং তার ছোট ভাইও ছিলেন। 

বরের সঙ্গে হেলিকপ্টার যাত্রী তাঁর ছোট ভাই শাহাদাত হোসেন বলেন, হেলিকপ্টারে চড়ে ভাইয়ের সঙ্গী হয়ে বিয়ের অনুষ্ঠানে গিয়ে ব্যতিক্রম এক অভিজ্ঞতা অর্জন করেছি।  

বরযাত্রী মাদ্রাসা শিক্ষক আবুল হোসেন বলেন, হেলিকপ্টারে চড়ে বিয়ের ঘটনা তাঁর এলাকায় এটিই প্রথম।  আমার জানামতে এই এলাকায় হেলিকপ্টারে চড়ে এর আগে আর কোনো বিয়ের ঘটনা ঘটেনি। 

বর ইতালিপ্রবাসী কাউসার আহমেদ বলেন, আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাওয়ার। সেই স্বপ্ন আজ পূরণ হলো।

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে দেখতে লোকজনের ভিড়

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদীতে সংঘাত বন্ধে বিশেষ কম্বিং অপারেশন চালানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত ১০

নরসিংদীতে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা সুপার নিহত

আড়িয়াল খাঁ নদের তীর থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার