নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লবের প্রতি অনাস্থা এনেছেন সাত সদস্য। আজ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তাঁরা লিখিত অভিযোগ জমা দেন। এ সময় তাঁরা চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অনাস্থা প্রস্তাবকারী ইউপি সদস্যরা হলেন মো. কাজল মিয়া, মো. সোলেমান, মো. শফিকুল ইসলাম, সৈয়দ মহসীন কবির, নাসিমা বেগম, মিনারা খাতুন শিকদার ও মো. মোস্তফা হোসেন। তাঁদের দাবি, বিভিন্ন সনদ দিতে সরকার-নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত টাকা আদায়, বিভিন্ন প্রকল্পের কাজ না করিয়ে অর্থ তুলে আত্মসাৎ এবং ভিজিএফ, ভিজিডি, প্রতিবন্ধী ও বয়স্ক ভাতার জন্য ইচ্ছেমতো নাম অন্তর্ভুক্ত করে আসছেন চেয়ারম্যান।
লিখিত অভিযোগে বলা হয়, সদস্যদের সঙ্গে কোনো ধরনের সমন্বয় ও পরামর্শ ছাড়াই মনগড়াভাবে ইউপি চালাচ্ছেন চেয়ারম্যান বিপ্লব। একক সিদ্ধান্তে ইউনিয়নের জনগণের করের প্রায় ১৫ লাখ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে নিজের কাছে রেখে দিয়েছেন। ২০২২-২৩ অর্থবছরে এলজিএসপি-৩ এর আওতায় দুটি প্রকল্পের ৬ লাখ ১৯ হাজার টাকার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে অর্থ আত্মসাৎ করেছেন। এ ছাড়া চলতি অর্থবছরের স্থাবর সম্পত্তি হস্তান্তর কর (১ শতাংশ) থেকে পাওয়া তিন লাখ টাকা রাজস্ব আত্মসাৎ করেছেন চেয়ারম্যান।
এ নিয়ে জানতে চাইলে খিদিরপুর ইউপির চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লব বলেন, ‘তাঁদের সঙ্গে কোনো ঝামেলা হয়নি। কেন আমার বিরুদ্ধে এসব অভিযোগ করছে, তা-ও জানি না।’
ইউএনও মো. রেজাউল করিম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’