হোম > সারা দেশ > নরসিংদী

ঈদের আগের রাতে মাধবদীতে কাভার্ড ভ্যান-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৫ 

নরসিংদী ও ঢামেক প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যানের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ পাঁচজন নিহত হয়েছে। এ সময় আরও আটজন গুরুতর আহত হয়। গতকাল বুধবার রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর মাধবদীর টাটাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে যাচ্ছিল মাইক্রোবাসটি। এ সময় মহাসড়কের মাধবদী এলাকায় পৌঁছালে নরসিংদী থেকে ঢাকাগামী প্রিমিয়ার সিমেন্টের কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। 

মো. কামরুজ্জামান আরও জানান, গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়। আহতদের অধিকাংশকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

এদিকে, ঢাকা মেডিকেলে এ দুর্ঘটনায় আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ ঘটনায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

বাচ্চু মিয়া বলেন, ‘নরসিংদী থেকে গুরুতর আহত অবস্থায় আটজনকে ঢাকা মেডিকেলে আনা হলে ফালান নামে একজনকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’

জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

নরসিংদীতে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ

নরসিংদীতে অবৈধভাবে মাটি কাটায় ৯ জনকে কারাদণ্ড

নরসিংদীতে যুবলীগ নেতার কয়েক কোটি টাকার সম্পদ জব্দ করল দুদক

নরসিংদীতে অটোরিকশা ছিনতাইয়ের সময় গলা কেটে হত্যা

নরসিংদীতে ভূমিকম্প: শিশুদের ভয় কাটেনি এখনো, দেওয়া হচ্ছে কাউন্সেলিং

গুজব-আতঙ্কে নরসিংদীবাসী, রাত কাটছে ঘরের বাইরে

ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়া হলো না মায়ের, চলন্ত মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে গেল প্রাণ

বুয়েটের বিশেষজ্ঞ দলের পরিদর্শনের পর নরসিংদীর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে: জেলা প্রশাসক