নরসিংদী: নরসিংদীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৯ জন। শনিবার (১৯ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মাধবদী থানার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের ভাটপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর জানান, ১২ জন যাত্রী নিয়ে একটি হাইয়েস মাইক্রোবাস সিলেট থেকে সাভারের জিরাবো যাচ্ছিল। মাইক্রোবাসটি নরসিংদীর পাঁচদোনার ভাটপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা দুই নারী ও এক শিশু মারা যায়। এ সময় ৫ নারী ও এক শিশুসহ মাইক্রোবাসটির ৯ যাত্রী আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করলেও ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছে। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলে হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।