নরসিংদীর শিবপুরে বেপরোয়া গতিতে আসা যাত্রীবাহী বাসের চাপায় দুই নারী পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তানজিনা আক্তার নামে আরও এক কিশোরী। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৃষ্টিগড় হাজীবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় নিহতরা হলেন, শিবপুর উপজেলার শ্রীফুলিয়া গ্রামের কিতাব আলীর স্ত্রী রোকেয়া বেগম (৫৫) ও সৃষ্টিগড় গ্রামের আয়েছ আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৬৫)। আহত তানজিনা সম্পর্কে রোকেয়া বেগমের নাতনি।
ইটখোলা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক নূর হায়দার তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
ইটাখোলা হাইওয়ে থানার পরিদর্শক নুর হায়দার তালুকদার জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।
নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মো. শাহীন আলম জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে নরসিংদী ও শিবপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসের ভেতরের অংশ পুড়ে যায়।