হোম > সারা দেশ > নরসিংদী

এক রাতে শেয়ালের কামড়ে আহত ২২

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে একদিনে ২২ ব্যক্তিকে শেয়ালে কামড়েছে বলে জানা গেছে। তাঁদের মধ্যে ঘরে ঢুকে এক যুবককে এবং অজু করা অবস্থায় এক নারীকে কামড় দেওয়ার খবর পাওয়া গেছে। 

মনোহরদীর একদুয়ারিয়া ইউনিয়নের বগাদী, খিলুয়া, বাসুলিকান্দী, সৈয়দপুর, রসুলপুর ও চঙ্গভান্ডা গ্রামে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার মধ্যে এসব ঘটনা ঘটে। এর মধ্যে নয়জনকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আর বাকিরা নিজ নিজ উদ্যোগে স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। 

আক্রান্ত রসুলপুর গ্রামের সাজু মিয়ার ছেলে মিন্টু জানান, রাত সাড়ে ৯টার দিকে ঘরে ঢুকে তাঁর পায়ে শেয়াল কামড়ে দিয়েছে। তাঁর এক প্রতিবেশী জইনুদ্দীনের স্ত্রী মনোয়ারাকে অজুরত অবস্থায় পেছন থেকে নিতম্বে কামড় দিয়েছে শেয়াল। তিনিসহ তাঁর গ্রামের কমপক্ষে ১১ জন নারী-পুরুষ শুক্রবার রাতে শেয়ালের কামড়ে আহত হয়েছেন। 

চঙ্গভাঙ্গা গ্রামের স্কুলশিক্ষক শাহীন জানান, তিনিসহ তাঁর গ্রামের পাঁচজনকে শেয়াল কামড়েছে। এ ছাড়া খিলুয়া, বাসুলিকান্দী, সৈয়দপুর গ্রামে আরও ৫ থেকে ৬ জন শেয়ালের কামড়ে আহত হয় বলে এলাকাবাসী জানিয়েছেন। 

রসুলপুর এলাকার ইউপি মেম্বার সোহেল টেলিফোনে তাঁর এলাকার ঘটনা নিশ্চিত করেছেন। 

একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান মিটুল এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার এলাকায় একাধিক ব্যক্তিকে শেয়াল কামড়েছে। তাঁরা সবাই চিকিৎসা নেওয়ার পর এখন সুস্থ আছেন।

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে দেখতে লোকজনের ভিড়

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদীতে সংঘাত বন্ধে বিশেষ কম্বিং অপারেশন চালানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত ১০

নরসিংদীতে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা সুপার নিহত

আড়িয়াল খাঁ নদের তীর থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার