হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় নগদের ২ কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় মোবাইল ব্যাংকিং নগদের দুই কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হাসপাতালে চিকিৎসাধীন। 

গুলিবিদ্ধরা হলেন নগদের কর্মী নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী এলাকার চাঁন মিয়ার ছেলে মো. শাহিন মিয়া (২৫) এবং একই উপজেলার রশিদ পাঠানের ছেলে দেলোয়ার হোসেন (৫০)। 

নগদের দুই কর্মী গুলিবিদ্ধ হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ। তিনি বলেন, ‘নগদের দুই কর্মীকে গুলি করে আনুমানিক ৬০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে গেছে ছিনতাইকারীরা। নগদ কর্তৃপক্ষের কাছ পাওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে কাজ করছে পুলিশ।’ 

আহতদের স্বজন ও নগদের কর্মীরা জানান, প্রতিদিনের মতো নগদের নরসিংদী ডিপো থেকে মোটরসাইকেলে করে রায়পুরা উপজেলায় যাচ্ছিলেন শাহিন ও দেলোয়ার। তাঁরা আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজারসংলগ্ন ব্রিজের কাছে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তাঁদের গতি রোধ করে। এ সময় তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়ে ৬০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুই ছিনতাইকারী। 

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে দেলোয়ার পেটে ও শাহিন হাতে গুলিবিদ্ধ হন বলে জানান চিকিৎসকেরা। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকেরা। 

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত শারমীন বলেন, ‘দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়েছিল। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে দেখতে লোকজনের ভিড়

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদীতে সংঘাত বন্ধে বিশেষ কম্বিং অপারেশন চালানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত ১০

নরসিংদীতে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা সুপার নিহত

আড়িয়াল খাঁ নদের তীর থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার

জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা