হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

রেললাইনে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীতে চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক মো. শহীদুল্লাহ্ মরদেহ উদ্ধারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বুধবার রাতে নরসিংদী সদর উপজেলার পুরানপাড়া এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে। ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রাম যাচ্ছিল।

নিহত মো. সাইদুর রহমান রহিদ (৩৬) ঢাকা দক্ষিণ কাফরুল এলাকার মো. ইসলাম শেখের ছেলে। তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে আইটি প্রোভাইডার হিসেবে চাকরি করতেন। ৭ বছর আগে নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া সোনাতলা এলাকার রহমান মুন্সীর মেয়ে তহুরা খাতুনকে বিয়ে করেন।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, বুধবার সাইদুর ঢাকা থেকে নরসিংদীতে শ্বশুর বাড়িতে আসেন। তাঁর স্ত্রী স্থায়ীভাবে বাপের বাড়ি নরসিংদীতে থাকতে চান। এ নিয়ে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। এর জেরে তাঁর স্বামী গত রাতে বাড়ি থেকে বের হয়ে যান। আজ পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

রেলওয়ে ইনচার্জ মো. শহীদুল্লাহ্ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরিবারের অভিযোগে ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান

নরসিংদীর পলাশে তাঁতশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ