হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে ট্রেনের ইঞ্জিনের হুকে আটকে বৃদ্ধের মৃত্যু

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনের ইঞ্জিনের হুকে আটকে আব্দুল বারিক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত বৃদ্ধ নরসিংদীর রায়পুরার হাসনাবাদ উত্তরপুর এলাকার কফিল উদ্দিন মীরের ছেলে আব্দুল বারিক (৬০)। তিনি পেশায় একজন পান বিক্রেতা। 

ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রের বরাত দিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত আব্দুল বারিক আমিরগঞ্জ স্টেশন এলাকার পান দোকানি। সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা (৭৮৮) এক্সপ্রেস ট্রেনটি আমিরগঞ্জ স্টেশন এলাকায় পৌঁছালে ওই সময় বৃদ্ধ নিজের দোকানে যাওয়ার জন্য রেললাইন পার হচ্ছিলেন।

এ সময় দ্রুত গতির ট্রেনটির ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে হুকে আটকে থাকেন। পরে ৮টা ৪০ মিনিটে ট্রেনটি ভৈরব স্টেশনে দাঁড়ালে মৃত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করা হয়।’ 

তিনি আরও বলেন, ‘নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় ট্রেন চলাচল কিছু সময় বন্ধ ছিল। সকাল ৯টার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান

নরসিংদীর পলাশে তাঁতশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে দেখতে লোকজনের ভিড়

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন