হোম > সারা দেশ > নরসিংদী

তরুণীকে ধর্ষণের ও ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে এক তরুণীকে ধর্ষণ ও ভিডিও ধারণের মামলার আসামিকে গ্রেপ্তার করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। গতকাল রোববার দুপুরে নরসিংদী শহরের বৌয়াকুড় স্টেশন রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির নাম সাগর আহম্মেদ (২৭)। তিনি কুমিল্লা জেলার কোম্পানীগঞ্জ থানার বাইয়রা এলাকার বাসিন্দা। তিনি নরসিংদী শহরের বৌয়াকুড় মহল্লার আলমগীরের বাড়ির ভাড়াটিয়া।

এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড ও ভিডিও জব্দ করা হয়। আজ সোমবার দুপুরে র‍্যাব-১১-এর নরসিংদী ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, সাগর আহম্মেদ নরসিংদীতে বসবাসকারী ২২ বছর বয়সী এক তরুণীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলেন। বিয়ের প্রতিশ্রুতিতে চলতি বছরের ১১ জানুয়ারির পর থেকে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ এবং দুটি ভিডিও ধারণ করেন। এরপর ছবি ও ভিডিওচিত্র প্রকাশের হুমকি দেন সাগর। পরে ফেসবুকে একটি ভুয়া আইডি তৈরি করে ওই তরুণীর কিছু ছবি আপলোড করেন। 

পুলিশ সুপার আরও বলেন, ‘এরপর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার ভয় দেখিয়ে সর্বশেষ ১৩ ডিসেম্বর ওই তরুণীকে আবারও ধর্ষণ করেন সাগর আহম্মেদ। এসব ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ওই তরুণী। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে নরসিংদী সদর থানায় মামলা করার পর আসামি সাগরকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারের পর তাঁকে থানায় হস্তান্তর করা হয়েছে।’

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান

নরসিংদীর পলাশে তাঁতশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ