হোম > সারা দেশ > নরসিংদী

শীত উপেক্ষা করে রায়পুরা ‘ভাবতরঙ্গ মেলা’য় মানুষের ভিড়

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় শাহ্ সুফি হজরত টকি মোল্লা খন্দকার (র.)-এর মাজারের বার্ষিক ওরস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ভাবতরঙ্গ মেলা। বাউলশিল্পীরা আধ্যাত্মিক গান পরিবেশ করেন এতে। মাঘের হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে অনেক মানুষের সমাগম হয় মেলায়।  

উপজেলার রাজপ্রাসাদ গ্রামে তিন দিনব্যাপী টকি মোল্লার মাজারের ওরস শুরু হয় গত শনিবার । সোমবার সন্ধ্যার পর থেকেই মাজার মাঠ প্রাঙ্গণে ভাবতরঙ্গ মেলা উপলক্ষে জড়ো হতে থাকে আশপাশের বিভিন্ন এলাকাসহ দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার ভক্ত, দর্শক ও শ্রোতা। রাত ৯টায় শুরু হয়ে রাতভর চলে ভাবতরঙ্গ মেলা। 

আধ্যাত্মিক মরমি সংগীত পরিবেশনায় দর্শক-শ্রোতাকে মাতিয়ে রাখেন শিল্পী রাজিব শাহ্, হামিদা পারভিন, শৈলী সূত্রধর, চাতক পাখি বাউলগোষ্ঠী। বাউলসম্রাট ফকির লালন শাহর রচিত বিভিন্ন আধ্যাত্মিক গান পরিবেশন করেন শিল্পীরা।

জানা গেছে, আউলিয়া শাহ্ সুফি হজরত টকি মোল্লা খন্দকার (র.) রাজপ্রসাদ গ্রামে দীর্ঘ সময় বসবাস ও ধর্ম প্রচার করেন। এখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর স্মৃতি রক্ষার্থে মাজার কমিটির উদ্যোগে প্রতিবছর মাঘ মাসের ৬,৭, ৮ তারিখ তিন দিন ভক্তদের নিয়ে চলে ওরস। শেষের দিন রাতে থাকে আধ্যাত্মিক গানের উৎসব। ওরস উপলক্ষে স্থানীয় ও দূরদূরান্ত থেকে আসা প্রচুর ভক্তের সমাগম ঘটে।

পাশাপাশি ওরস ও উৎসব উপলক্ষে জমে ওঠে গ্রামীণ মেলা। অনুষ্ঠানে আসা ভক্ত নাজমুল ইসলাম, সবুজ মিয়া, টিটু বলেন, প্রতিবছর এই মহোৎসবের অপেক্ষায় থাকি। এতে হাজারো মানুষের মাঝে সারা রাত আধ্যাত্মিক গান শুনতে অনেক ভালো লাগে।

ইউপি চেয়ারম্যান মো ফারুক হোসেন আলী বলেন, ‘মাজারের বাৎসরিক ওরস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও ভাবতরঙ্গ মেলায় ভক্তদের ঢল নামে। সবাই আধ্যাত্মিক গানে আনন্দ পান। প্রতিবছর দিনটির অপেক্ষায় থাকে হাজারো ভক্ত।

নরসিংদীতে যৌথ অভিযানে ১৫ লাখ টাকা ও অস্ত্রসহ আটক ৭

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ ফার্মেসি মালিককে জরিমানা

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত