হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে দৌলতকান্দি রেলস্টেশনের পশ্চিম পাশে মহেশপুর ইউনিয়নের সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মহেশপুর ইউনিয়নের দৌলতকান্দি রেলস্টেশনের ৪০০ থেকে ৫০০ গজ পশ্চিমে সকালে রেললাইনের ওপর খণ্ডিত অজ্ঞাতনামা এক নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে দৌলতকান্দি স্টেশন মাস্টারকে খবর দেন তাঁরা। খবর পেয়ে ভৈরব রেলওয়ে পুলিশ সকাল ১০টায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক মো. আলী জানান, রায়পুরা উপজেলার দৌলতকান্দি রেলস্টেশনের ৪০০ থেকে ৫০০ গজ পশ্চিমে সাপমারা এলাকায় ২৩৯ / ৩ কি: ২৩৯ / ৪-এর মধ্যবর্তী স্থান থেকে খণ্ডিত অজ্ঞাতনামা এক নারীর (আনুমানিক ৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভোরে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। ১০০ গজ পর্যন্ত ছড়িয়ে-ছিটিয়ে থাকা মরদেহের টুকরোগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহত নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

নরসিংদীর পলাশে তাঁতশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে দেখতে লোকজনের ভিড়

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদীতে সংঘাত বন্ধে বিশেষ কম্বিং অপারেশন চালানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত ১০

নরসিংদীতে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা সুপার নিহত