নরসিংদীর পলাশে মালবাহী কাভার্ড ভ্যান ও লেগুনার সংঘর্ষে মা-ছেলেসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন লেগুনার আরও আট যাত্রী। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার পাঁচদোনা-ঘোড়াশাল মহাসড়কের চাকশাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লেগুনা চালক ও পাঁচ যাত্রী। তাঁরা হলেন, লেগুনা চালক আমান মিয়া, গাজীপুরের কালীগঞ্জের দক্ষিণ সোমগ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে চাঁন মিয়া (৫৫), সুনামগঞ্জ জেলার দোহার থানার সাইফুল ইসলামের ছেলে আল-আমিন মিয়া (১০), তাঁর মা ঝর্ণা বেগম (৩০), বেলাব উপজেলার হাফিজুল পাঠান (৪৫) ও আক্তার হোসেন (৫০)।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। সেখানে গুরুতর আহত আরও এক নারীর মৃত্যু হয়।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল কবির আরিফ জানান, এ ঘটনায় আমাদের হাসপাতালে দুই ব্যক্তিকে মৃত অবস্থায় আনা হয়েছিল। আরেকজনের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়। অন্যদেরকে এই হাসপাতালে আনা হয়নি।
এ ব্যাপারে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর জানান, দুর্ঘটনায় এক শিশুসহ লেগুনার ৬ জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৮ জন যাত্রী। ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।