হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে ৮৮ লাখ টাকাসহ ৩ জনকে আটক করলেন শিক্ষার্থীরা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেট কার তল্লাশি করে ৮৮ লাখ টাকাসহ তিনজন আটক করেছেন শিক্ষার্থীরা। আজ শনিবার সদর উপজেলার সাহেপ্রতাপ মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
 
আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট অ্যাডজুট্যান্ট মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 
 
আটক তিনজন হলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের হরিয়ালা এলাকার আবু মিয়ার ছেলে মো. মনির হোসেন (৪০), ব্রাহ্মণবাড়িয়া শহরের জুরু মিয়ার ছেলে রাসেল আহম্মেদ (৩২) এবং আশুগঞ্জের দুর্গাপুর এলাকার নুরু মিয়ার ছেলে প্রাইভেট কারচালক জুলহাস মিয়া (৩২)। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, অন্য দিনের মতো একদল শিক্ষার্থী শহরের সাহেপ্রতাপ মোড়ে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করছিলেন। পাশেই অবস্থান ছিল আনসার-ভিডিপির সদস্যদের। এ সময় ওই প্রাইভেট কারটি ভৈরবের দিকে যাচ্ছিল। 
 
চালক ও দুই যাত্রীর সঙ্গে কথা বলার পর শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে প্রাইভেট কারে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ৮৮ লাখ ৫০ হাজার টাকা পাওয়া যায়। এ সময় আনসার সদস্যদের ডেকে আনেন শিক্ষার্থীরা। প্রাইভেট কারের যাত্রীদের কাছে টাকার উৎস সম্পর্কে জানতে চাইলেও কোনো সদুত্তর দিতে পারেননি। 
 
খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে টাকা ও গাড়িসহ তিনজনকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান। কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব সারার অভির উপস্থিতিতে এসব টাকা গণনা করা হয়। ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করেও টাকার উৎস ও মালিক সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। 
 
এ বিষয়ে আনসার–ভিডিপির নরসিংদী জেলা কমান্ড্যান্ট অ্যাডজুট্যান্ট মো. জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা ৮৮ লাখ ৫০ হাজার টাকাসহ তিনজনকে আনসার সদস্যদের মাধ্যমে আটক করেছে। উৎস ও মালিক সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত এসব টাকা জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হবে। আটক তিনজনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

আড়িয়াল খাঁ নদের তীর থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার

জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

নরসিংদীতে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ

নরসিংদীতে অবৈধভাবে মাটি কাটায় ৯ জনকে কারাদণ্ড

নরসিংদীতে যুবলীগ নেতার কয়েক কোটি টাকার সম্পদ জব্দ করল দুদক

নরসিংদীতে অটোরিকশা ছিনতাইয়ের সময় গলা কেটে হত্যা

নরসিংদীতে ভূমিকম্প: শিশুদের ভয় কাটেনি এখনো, দেওয়া হচ্ছে কাউন্সেলিং

গুজব-আতঙ্কে নরসিংদীবাসী, রাত কাটছে ঘরের বাইরে

ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়া হলো না মায়ের, চলন্ত মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে গেল প্রাণ