হোম > সারা দেশ > নরসিংদী

মনোহরদীতে কলাবাগান থেকে অটোরিকশাচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে কলাবাগান থেকে পঞ্চ মনিদাস (৪৫) নামে এক অটোরিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পঞ্চ মনিদাস কোচেরচর ঋষিপাড়া গ্রামের নিয়ত মনিদাসের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মনোহরদী থানার ওসি মো. ফরিদ উদ্দিন। 

পুলিশ ও নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভাড়া করা অটোরিকশাটা নিয়ে বাড়ি থেকে বের হন পঞ্চ মনিদাস। রাতে বাড়িতে না আসায় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁকে পায়নি । শুক্রবার সকালের দিকে কীর্তিবাসদী গ্রামের এক নারী আলুখেতে কাজ করতে যান। এ সময় তিনি কলাখেতে হাত-পা বাঁধা লাশ দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন। তাঁর ডাকচিৎকারে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। মনোহরদী থানায় সংবাদ দেন তাঁরা। পরে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

মনোহরদী থানার ওসি মো. ফরিদ উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভাড়ায় চালিত অটোরিকশাটি পাওয়া যায়নি।

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান

নরসিংদীর পলাশে তাঁতশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ