হোম > সারা দেশ > নরসিংদী

গোসলে নেমে নিখোঁজের ১৬ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় সহপাঠীদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজের ১৬ ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার তাত্রাকান্দা এলাকার পাগলনাথ মন্দির ঘাটের কাকন নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম মো. আজহার (৭)। সে রায়পুরা পৌরসভার তাত্রাকান্দা এলাকার ফকির বাড়ির জামান ফকিরের ছেলে। 

এর আগে বুধবার বিকেলে বাড়ির পাশে কাকন নদের তাত্রাকান্দা ঘাটে গোসল করতে নামে আজহারসহ চার–পাঁচ শিশু। সাঁতার না জানায় নদে তলিয়ে যায় শিশুটি। 

পৌরসভার কাউন্সিলর মো. মোকারম হোসাইন জানান, হতকাল বেলা আনুমানিক ৩টার দিকে আজাহার তার কয়েকজন সহপাঠীদের সঙ্গে কাকন নদের এলাকার তাত্রাকান্দা নদীর ঘাটে যায় গোসল করতে। পরে গোসল করতে নেমে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় আজহার। এই সময় তার সহপাঠীরা তার খোঁজ না পেয়ে বাড়িতে গিয়ে খবর দেয়। 

পরে গ্রামবাসীরা রাত ১২টা পর্যন্ত অনেকে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি। আজ সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় নদীর ঘাটের ৪০০ মিটার দূরে কচুরিপানার সঙ্গে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন রায়পুরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. ফারুক আহম্মেদ। 

রায়পুরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. ফারুক আহম্মেদ জানান, খবর পেয়ে গতকাল ঘটনাস্থলে গেলেও রাত হয়ে যাওয়ায় অভিযান চালানো সম্ভব হয়নি। পরে আজ বৃহস্পতিবার ভোরে থেকে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান শুরু করা হয়। পরে তার লাশ ভেসে উঠলে উদ্ধার করা হয়।

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান

নরসিংদীর পলাশে তাঁতশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে দেখতে লোকজনের ভিড়

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন