হোম > সারা দেশ > নরসিংদী

প্রতারণা মামলায় রায়পুরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোমেন মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার পুলিশ তাঁকে আদালতে সোপর্দ করেছে।

নরসিংদী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বছর কামাল হোসেন নামের একজন বাদী হয়ে মোমেন মিয়ার বিরুদ্ধে ৩০ লাখ টাকার চেক প্রতারণা মামলা করেন। ওই মামলায় নরসিংদী দায়রা জজ আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ লাখ টাকা জরিমানা করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

মোমেন মিয়ার ইটভাটায় নিয়মিত কয়লা দিতেন মামলার বাদী কামাল হোসেন। ওই কয়লার টাকা পরিশোধ করতে গিয়ে তিনি চেক প্রতারণা করেছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, মোমেন মিয়ার বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাঁকে তথ্য-প্রযুক্তির সহায়তায় শহরের রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ আসামিকে আদালতে সোপর্দ করা হয়।

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান