হোম > সারা দেশ > নরসিংদী

পলাশে কলেজ বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলায় কলেজের মিনি বাসের চাপায় ইমরুল হক (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কো-অপারেটিভ স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরুল হক কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার আব্দুল রশিদ মিয়ার ছেলে। তিনি ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্ল্যান্ট অপারেটরের পদে চাকরি করতেন। এ ঘটনায় স্থানীয়রা বাস ও বাসের চালক জাহাঙ্গীর মিয়াকে (৪১) আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঘোড়াশাল থেকে ওয়াপদা এলাকায় যাচ্ছিল মিনিবাস ও মোটরসাইকেলটি। কো-অপারেটিভ স্কুলের সামনে এসে মোটরসাইকেলটি বাসটিকে ওভারটেক করতে গেলে বাসের ধাক্কায় ছিটকে পড়েন ইমরুল হক। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ইমরুল হককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমরুল হকের অবস্থা সংকটাপন্ন দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, সড়ক দুর্ঘটনার ঘটনায় বাস জব্দ ও চালক জাহাঙ্গীর মিয়াকে আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান