নরসিংদী সদর (নরসিংদী): নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শুক্রবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নুরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৪ হাজার ১৯১ জনে।
জেলা সিভিল সার্জন মো. নুরুল ইসলাম জানান, নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় ১২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩১ জনের শরীরে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ২০ জন ও পলাশের ১১ জন রয়েছেন।
উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত মোট ৪ হাজার ১৯১ জন আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৬৩৩ জন, শিবপুরে ৩৫২ জন, পলাশে ৫৬৪ জন, মনোহরদীতে ২৩৪ জন, বেলাবতে ১৯০ জন, রায়পুরায় ২১৮ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ২৫ হাজার ৮৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে রয়েছেন পাঁচজন ও হোম আইসোলেশনে রয়েছেন ৮৬ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬২ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩২, পলাশে ৫, বেলাবতে ৬, রায়পুরায় ৮, মনোহরদীতে ৪ ও শিবপুরে ৭ জন।