হোম > সারা দেশ > নরসিংদী

কিশোরীকে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় এক কিশোরীকে (১৪) অচেতন করে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার গ্রেপ্তার যুবক নূর মোহাম্মদ শুক্কুরকে (৩৫) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে কিশোরীর পরিবারের পক্ষ থেকে ধর্ষণের ঘটনায় রায়পুরা থানায় মামলা করা হয়। ওই রাতে উপজেলায় দৌলতকান্দি রেলস্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত শনিবার দিবাগত রাতে ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গতকাল দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শুক্কুরকে গ্রেপ্তার করা হয়। তিনি পেশায় ভাঙারি ব্যবসায়ী।

এজাহার সূত্রে জানা যায়, কিশোরী ও তার বান্ধবীসহ (১২) কয়েকজন আমিরগঞ্জ ও নরসিংদী রেলস্টেশনে ফেরি করে ফুল বিক্রি করত। প্রতিদিনের মতো গত শনিবারও তারা ফুল বিক্রি করতে বাসা থেকে বের হয়। এ সময় নুর মোহাম্মদ ওই কিশোরী ও তার বান্ধবীকে জুসের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করেন। পরে তাদের দুজনকে নির্জন স্থানে নিয়ে কিশোরীকে ধর্ষণ করেন। জ্ঞান ফিরে ঘটনাস্থল থেকে পালিয়ে এসে পরিবারের সদস্যদের ঘটনার বর্ণনা দেয় ওই কিশোরীর বান্ধবী। পরে স্থানীদের সহায়তায় ভোরে ওই কিশোরীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কিশোরীর বাবা বলেন, ‘এ ঘটনার পর ধর্ষকের স্ত্রী ও মা বিষয়টি নিয়ে বাড়িতে এসে আপস মীমাংসার জন্য প্রস্তাব দেন। ধর্ষকের বিচার চাই।’

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল রহমান বলেন, এ ঘটনায় মামলার পর দ্রুত যুবককে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান

নরসিংদীর পলাশে তাঁতশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট