হোম > সারা দেশ > নরসিংদী

বেলাবতে লালন আখড়ার সাধুসঙ্গে হামলা, বাদ্যযন্ত্র ভাঙচুরের অভিযোগ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর বেলাবতে লালন আখড়ার সাধুসঙ্গে হামলা চালিয়ে বাদ্যযন্ত্র ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আজ সোমবার ভাঙচুর করা সে সব বাদ্যযন্ত্রের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়। এ দিকে লালন সংগীতকে ধ্বংস করার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করছেন কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন এলাকার লালন শিল্পী ও ভক্তরা।

গতকাল রোববার বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের ভাবলা গ্রামে জাহাঙ্গীর আলমের লালন সংগীতের আখড়ায় এই হামলার ঘটনা ঘটেছে বলে জানান সাধুসঙ্গে যাওয়া শিল্পীরা। তবে পুলিশ ও স্থানীয়দের দাবি, ওই এলাকার একটি ড্রাগন বাগানে দুজন মাতালের ঝগড়ার একপর্যায়ে গানের কিছু বাদ্যযন্ত্র ভেঙে ফেলার ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী সংগীত শিল্পী রনি জাবালিসহ অন্য শিল্পীদের অভিযোগ—রোববার বিকেল ৪টার দিকে ওই আখড়ায় সাধুসঙ্গ ও গান-বাজনা চলছিল। এ সময় অতর্কিতভাবে স্থানীয় শাহীন শেখ, জাহাঙ্গীর শেখ, শরীফ শেখ, ফজুর শেখসহ ৬-৭ জন মাতাল অবস্থায় সেখানে হামলা চালায়। এ সময় তাঁরা একতারা, ডুগি, হাতবাড়া, খমক, দোতারা, সারিন্দা, তবলা, উকুলেলে, গিটার, বাঁশিসহ সব বাদ্যযন্ত্র ভাঙচুর করে ও সাধুদের তাড়া করে।

অভিযুক্ত জাহাঙ্গীর শেখের চাচা শেখ ফজলুল হক আজকের পত্রিকাকে জানান, তাঁর ভাতিজা জাহাঙ্গীর গিয়ে তাদের জানান-ওই আখড়ায় তাঁকে মারধর করা হয়েছে। এ কথা শুনে তাঁরা কয়েকজন ঘটনাস্থলে গেলে, আশ্রমে থাকা লোকজন নদীর ওপাড়ে চলে যায়। পরে তাঁরাও ফিরে আসেন।

এ বিষয়ে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই এলাকায় মন্দির ভাঙচুর হয়েছে জানিয়ে সকালে একজন সকালে থানায় ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে জানতে পারে সেখানে ও আশপাশে কোনো মন্দির নেই। এরপরে শোনা যায়, ওই এলাকার একটি ড্রাগন বাগানে দুই মাতাল ঝগড়া করে গানের কিছু বাদ্যযন্ত্র ভেঙে ফেলেছে। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’

নরসিংদীতে সংঘাত বন্ধে বিশেষ কম্বিং অপারেশন চালানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত ১০

নরসিংদীতে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা সুপার নিহত

আড়িয়াল খাঁ নদের তীর থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার

জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

নরসিংদীতে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ

নরসিংদীতে অবৈধভাবে মাটি কাটায় ৯ জনকে কারাদণ্ড

নরসিংদীতে যুবলীগ নেতার কয়েক কোটি টাকার সম্পদ জব্দ করল দুদক