হোম > সারা দেশ > নরসিংদী

ট্রেনে কাটা পড়া কিশোরের লাশ উদ্ধার

প্রতিনিধি, নরসিংদী

ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করেছে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ। কিশোরের বয়স আনুমানিক ১৩ বছর।  আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে গাজীপুরের পুবাইল রেলস্টেশনসংলগ্ন ফেরিঘাট এলাকার রেললাইন থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

জানা গেছে, আজ মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন রেললাইনের পাশ দিয়ে চলাচলের সময় ওই কিশোরের লাশ পড়ে থাকতে দেখতে পান। নরসিংদীর দৌলতকান্দি স্টেশন থেকে গাজীপুরের পুবাইল স্টেশনের আওতার মধ্যে হওয়ায় লাশটি উদ্ধার করেছে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা।

রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও স্থানীয়দের ধারণা, গতকাল সোমবার রাতে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা চট্টগ্রাম বা সিলেটগামী কোনো ট্রেনের নিচে কাটা পড়েছে ওই কিশোর। ওই কিশোর কোনো একটি ট্রেনের ছাদের যাত্রী ছিল। এক বগি থেকে অন্য বগিতে লাফিয়ে যাওয়ার সময় দুই বগির ফাঁকায় পড়ে গিয়ে কাটা পড়তে পারে। কিশোরের বুক বরাবর আড়াআড়ি দুই টুকরো হয়ে মাথা ও পেট আলাদা হয়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

পরে বিষয়টি পুবাইল রেলস্টেশনের মাস্টার মাহবুব হোসেনকে জানানো হলে তিনি নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশকে খবর দেন। পরে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. ইমায়েদুল জাহিদী ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেন। পরে লাশের সুরতহাল শেষে ওই কিশোরের লাশ নরসিংদী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে আসা হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান

নরসিংদীর পলাশে তাঁতশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ