হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় কয়েক ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে আরও একজনের মৃত্যু

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় পাঁচজনের মৃত্যু হওয়ার কয়েক ঘণ্টা পরেই পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীরামপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। 

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লা। তিনি বলেন, ‘খবর পেয়ে অজ্ঞাত লাশ উদ্ধারের কাজ শুরু করেছি। বিস্তারিত পরে বলা যাবে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস মেথিকান্দা রেলস্টেশনে ঢোকার আগে শ্রীরামপুর রেলগেট এলাকায় অজ্ঞাত এক ব্যক্তিকে রেললাইনে দাঁড়িয়ে থাকতে দেখেন। ট্রেনের চালক বারবার হর্ন দিচ্ছিলেন। এর পরও তিনি রেললাইন থেকে না সরায় ট্রেনের নিচে কাটা পড়েন। তাঁর শরীরের বিভিন্ন অংশ কয়েক মিটার দূরে ছিটকে পড়ে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধারের কাজ করছে। 

এর আগে আজ সকালে পলাশতলী ইউনিয়নের কমলপুরের খাকচক এলাকায় ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এখনো তাঁদের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। 

মেথিকান্দা রেলস্টেশন মাস্টার আশরাফ আলী বলেন, কমলপুরের খাকচক এলাকায় রেললাইনের পাশে ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হওয়ার ঘটনা আজ ভোর ৪টা থেকে ৬টার মধ্যে ঘটতে পারে। ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনে কাটা পড়ে এই পাঁচজনের মৃত্যু হয়েছে। ট্রেনটি মেথিকান্দা স্টেশন ৫টা ৪৮ মিনিটের দিকে অতিক্রম করে। মেথিকান্দা রেলস্টেশন থেকে দেড় কিলোমিটার পশ্চিমে এ ঘটনা ঘটে। 

জেলার সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান-আল-আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।’

নরসিংদীতে সংঘাত বন্ধে বিশেষ কম্বিং অপারেশন চালানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত ১০

নরসিংদীতে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা সুপার নিহত

আড়িয়াল খাঁ নদের তীর থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার

জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

নরসিংদীতে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ

নরসিংদীতে অবৈধভাবে মাটি কাটায় ৯ জনকে কারাদণ্ড

নরসিংদীতে যুবলীগ নেতার কয়েক কোটি টাকার সম্পদ জব্দ করল দুদক