হোম > সারা দেশ > নরসিংদী

১৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে রেস্তোরাঁ মালিকদের মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধনে জেলার রেস্তোরাঁ মালিক সমিতির সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

বর্ধিত ১৫ পারসেন্ট ভ্যাট প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন করেছে জেলার রেস্তোরাঁ মালিক সমিতি। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা।

কর্মসূচিতে জেলার ৬ উপজেলার রেস্তোরাঁ মালিক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা বলেন, ‘বর্ধিত ১৫ পারসেন্ট ভ্যাট ও ১০ পারসেন্ট এসডি’ প্রত্যাহার করা না হলে হোটেল রেস্তোরাঁ পরিচালনা করা সম্ভব হবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে অতিরিক্ত এসব ভ্যাটের কারণে গ্রাহকদের ওপর বাড়তি চাপ পড়বে। এ ছাড়া রেস্তোরাঁ পরিচালনা করতে গিয়ে ভ্যাট, ট্যাক্স, বিএসটিআইয়ের অনুমোদন, কলকারখানা লাইসেন্সসহ বিভিন্ন দপ্তরের লাইসেন্স নিতে গিয়ে বাড়তি ভোগান্তিতে পড়তে হয়। গ্রাহকদের ওপর চাপ কমানোসহ রেস্তোরাঁ ব্যবসা পরিচালনা করার জন্য আগের ন্যায় ৫ পারসেন্ট ভ্যাট বহাল রাখার দাবি জানান তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেন নরসিংদী রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি ইকবাল মাহমুদ, সহসভাপতি মো. নাসির উদ্দিন মোল্লা, জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মলয় কুমার বর্মণ, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা মিয়া, প্রচার সম্পাদক কামরুজ্জামান সরকার, নাসির আহমেদ রিগ্যান প্রমুখ।

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান

নরসিংদীর পলাশে তাঁতশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ