হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে চালককে হত্যা করে ছিনতাই মামলায় ৩ জনের যাবজ্জীবন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় বিজয় মিয়া নামের এক চালককে হত্যা করে বিভাটেক (তিন চাকার যান) ছিনতাইয়ের মামলায় তিন আসামির যাবজ্জীবন ও এক নারীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তিনজনকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড এবং ওই নারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত আ ন ম ইলিয়াস আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম আজকের পত্রিকাকে এ তথ্য জানান। তা ছাড়া দ্রুততম সময়ে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রায় প্রকাশে তিনি সন্তোষ প্রকাশ করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নরসিংদী সদরের বিলাসদী মহল্লার মো. সোলায়মান মিয়ার ছেলে আলাল মিয়া ওরফে বিল্লাল (৩৫), রায়পুরা থানার বীরগাঁও পূর্বপাড়া গ্রামের মোসলেম মিয়ার ছেলে কাউছার মিয়া (২৮), রায়পুরার বল্লভপুর গ্রামের ধন মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (৩১) ও রায়পুরা থানার বীরগাঁও গ্রামের আব্দুর রহিমের স্ত্রী রুবিয়া বেগম (৪৫)।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর বিকেলে নরসিংদী শহরের বাসাইল মহল্লার বিজয় মিয়া তাঁর বিভাটেক নিয়ে বের হন। পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামিরা যাত্রীবেশে বিজয় মিয়ার বিভাটেক ভাড়া করে। তাঁরা বিজয় মিয়াকে প্রথমে রায়পুরার নিলক্ষায়, পরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের মাহমুদ নগরে নিয়ে যান। সেখানে কৌশলে বিজয়কে হত্যার পর লাশ গুম করে বিভাটেক নিয়ে পালিয়ে যান তাঁরা।

পরদিন নিহত বিজয়ের মা মিনারা বেগম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে পুলিশ হত্যায় জড়িত সন্দেহে তাঁদের গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আসামিরা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

আদালত ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে তিন আসামির যাবজ্জীবন ও তিনজনকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। এ ছাড়া ছিনতাই করা বিভাটেক সংরক্ষণের অভিযোগে এক নারীকে ছয় মাসের কারাদণ্ড দেন।

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার

নরসিংদীতে যৌথ অভিযানে ১৫ লাখ টাকা ও অস্ত্রসহ আটক ৭

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ ফার্মেসি মালিককে জরিমানা

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে