হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত, আহত ৭

প্রতিনিধি

নরসিংদী: নরসিংদীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ৫ জন মারা গেছেন। ঘটনাস্থলে দুজনের মৃত্যুর পর আহত ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হলে পথে আরও তিনজনের মৃত্যু হয়। শনিবার (১৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে মাধবদী থানার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের ভাটপাড়া সাকুরার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এই দুর্ঘটনায় নিহতরা হলেন—রোকেয়া আক্তার (৫২), মুক্তি আক্তার (৩০) ও তাঁর ছেলে সাদিকুল (৮), রুবি আক্তার (৪০) ও তাঁর মেয়ে রাহিমা (৩)। আহতরা হলেন—সাইমা (১২), ইসরাত জাহান (৮), সামসুন্নাহার (৬০), শারমিন (৩৫), রাজিয়া (৪০), আ: রশিদ (৪০) ও কাজীমুদ্দীন (৫২)। নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এরা সবাই একই পরিবারের সদস্য, বাড়ি ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানার জিরাব এলাকায়।

নিহতদের স্বজনদের বরাতে পুলিশ ও স্থানীয়রা জানান, সিলেটে মাজার জিয়ারত শেষে ১৪ জন যাত্রী নিয়ে এ হাইয়েস মাইক্রোবাসটি সাভারের আশুলিয়ার জিরাবো ফিরছিল। মাইক্রোবাসটি নরসিংদীর পাঁচদোনার ভাটপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির এক পাশ দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা এক নারী ও এক শিশুর মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা মাইক্রোবাস থেকে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে আরও এক শিশু এবং পরবর্তীতে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে আরও দুই নারীর মৃত্যু হয়। বাকি আহতদের রাতেই নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করলেও ট্রাক চালক ও সহযোগী পালিয়ে গেছে।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. আসাদুজ্জামান জানান, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ছাড়া নিহত এক শিশুকে মৃত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে আসা হয়। অন্যান্য আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকায় নেওয়ার পথে আরও দুই নারীর মৃত্যু হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর জানান, এই দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজনের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে তবে এর চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান

নরসিংদীর পলাশে তাঁতশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ