হোম > সারা দেশ > নরসিংদী

সড়কে সিগন্যাল দিয়ে থামিয়ে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, ভুয়া পুলিশ আটক

নরসিংদী প্রতিনিধি

সোহেল পাটোয়ারী। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীতে সড়কে সিগন্যাল দিয়ে থামিয়ে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় সোহেল পাটোয়ারী নামের এক ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে মাধবদী এলাকা থেকে ট্রাফিক পুলিশের সার্জেন্ট তাঁকে আটক করেন। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ কথা নিশ্চিত করেন।

আটক সোহেল পাটোয়ারীর বাড়ি রাজবাড়ী জেলায়। তিনি একজন বরখাস্ত পুলিশ সদস্য বলে জানা গেছে।

নরসিংদী ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোল্লা তাসলিম হোসেন জানান, সদর থানার সাহেপ্রতাব এলাকায় মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট শোভন। বেলা পৌনে ৩টার দিকে তিনজন ছেলে এসে তাঁর কাছে জানতে চান, এখানে সোহেল নামে কোনো পুলিশ ডিউটি করছেন কি না? এ সময় সোহেল নামে ট্রাফিক বিভাগে কোনো সদস্য নেই বলে জানালে ভুক্তভোগী যুবকেরা জানান, সোহেল নামে পুলিশের পোশাক পরিহিত একজন তাঁদের সিগন্যাল দিয়ে থামিয়ে চাবি নিয়ে কালো রঙের পালসার মোটরসাইকেল চালিয়ে নিয়ে অজানা দিকে চলে গেছেন।

এ সময় বিস্তারিত জেনে সার্জেন্ট শোভন সঙ্গে সঙ্গে ঘটনাটি তিনটি স্থানে কর্মরত ট্রাফিক ও পুলিশ অফিসারদের অবহিত করেন। পরে মোটরসাইকেলের মালিক শাহিনকে সার্জেন্ট শোভন তাঁর মোটরসাইকেলের পেছনে বসিয়ে মাধবদীর দিকে রওনা দেন। পরে মাধবদী থেকে টিএসআই নইমুর তাঁর সঙ্গীয় ফোর্স পুলিশের ইউনিফর্ম পরা সোহেল নামের ওই ব্যক্তিকে মোটরসাইকেলসহ আটক করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আটক ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে তিনি পুলিশে কর্মরত ছিলেন, বর্তমানে বরখাস্ত। এ ঘটনায় মাধবদী থানায় মামলা করে সোহেল পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে।

জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

নরসিংদীতে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ

নরসিংদীতে অবৈধভাবে মাটি কাটায় ৯ জনকে কারাদণ্ড

নরসিংদীতে যুবলীগ নেতার কয়েক কোটি টাকার সম্পদ জব্দ করল দুদক

নরসিংদীতে অটোরিকশা ছিনতাইয়ের সময় গলা কেটে হত্যা

নরসিংদীতে ভূমিকম্প: শিশুদের ভয় কাটেনি এখনো, দেওয়া হচ্ছে কাউন্সেলিং

গুজব-আতঙ্কে নরসিংদীবাসী, রাত কাটছে ঘরের বাইরে

ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়া হলো না মায়ের, চলন্ত মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে গেল প্রাণ

বুয়েটের বিশেষজ্ঞ দলের পরিদর্শনের পর নরসিংদীর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে: জেলা প্রশাসক