হোম > সারা দেশ > নরসিংদী

সড়কে সিগন্যাল দিয়ে থামিয়ে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, ভুয়া পুলিশ আটক

নরসিংদী প্রতিনিধি

সোহেল পাটোয়ারী। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীতে সড়কে সিগন্যাল দিয়ে থামিয়ে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় সোহেল পাটোয়ারী নামের এক ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে মাধবদী এলাকা থেকে ট্রাফিক পুলিশের সার্জেন্ট তাঁকে আটক করেন। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ কথা নিশ্চিত করেন।

আটক সোহেল পাটোয়ারীর বাড়ি রাজবাড়ী জেলায়। তিনি একজন বরখাস্ত পুলিশ সদস্য বলে জানা গেছে।

নরসিংদী ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোল্লা তাসলিম হোসেন জানান, সদর থানার সাহেপ্রতাব এলাকায় মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট শোভন। বেলা পৌনে ৩টার দিকে তিনজন ছেলে এসে তাঁর কাছে জানতে চান, এখানে সোহেল নামে কোনো পুলিশ ডিউটি করছেন কি না? এ সময় সোহেল নামে ট্রাফিক বিভাগে কোনো সদস্য নেই বলে জানালে ভুক্তভোগী যুবকেরা জানান, সোহেল নামে পুলিশের পোশাক পরিহিত একজন তাঁদের সিগন্যাল দিয়ে থামিয়ে চাবি নিয়ে কালো রঙের পালসার মোটরসাইকেল চালিয়ে নিয়ে অজানা দিকে চলে গেছেন।

এ সময় বিস্তারিত জেনে সার্জেন্ট শোভন সঙ্গে সঙ্গে ঘটনাটি তিনটি স্থানে কর্মরত ট্রাফিক ও পুলিশ অফিসারদের অবহিত করেন। পরে মোটরসাইকেলের মালিক শাহিনকে সার্জেন্ট শোভন তাঁর মোটরসাইকেলের পেছনে বসিয়ে মাধবদীর দিকে রওনা দেন। পরে মাধবদী থেকে টিএসআই নইমুর তাঁর সঙ্গীয় ফোর্স পুলিশের ইউনিফর্ম পরা সোহেল নামের ওই ব্যক্তিকে মোটরসাইকেলসহ আটক করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আটক ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে তিনি পুলিশে কর্মরত ছিলেন, বর্তমানে বরখাস্ত। এ ঘটনায় মাধবদী থানায় মামলা করে সোহেল পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে।

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান