হোম > সারা দেশ > নরসিংদী

গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৬

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে গ্যাসের চুলার বিস্ফোরণ থেকে শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। আজ সোমবার ভোর তিনটার দিকে সদর উপজেলার নূরালাপুর ইউনিয়নের গদাইরচর এলাকায় এই ঘটনা ঘটে। 

বিস্ফোরণের পর এলাকাবাসী আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারী হাসপাতালে প্রেরণ করা হয়। 

দগ্ধ ব্যক্তিরা হলেন, টেক্সটাইল শ্রমিক শামীম মিয়া (৪০) তাঁর স্ত্রী আকলিমা বেগম (৩৫) তাঁদের মেয়ে সানজিদা (১৮) ও রিয়া মনি (৯) শামীমের বড় ভাই গাফ্ফার মিয়া (৪০) এবং ছোট ভাই রশিদ মিয়া (৩২)। 

দগ্ধ শামীম মিয়ার ভাগনি সুমি আক্তার আজকের পত্রিকাকে মোবাইল ফোনে বলেন, ‘আজ সোমবার ভোরে শামীমের জন্য নাস্তা তৈরি করছিলেন বড় মেয়ে সানজিদা। এ সময় দেয়াশলাই দিয়ে সিলিন্ডার গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায় রান্নাঘরসহ পাশের দুটি ঘরে। এ সময় রান্নাঘরে থাকা সানজিদাসহ অগ্নিদগ্ধ হন পরিবারের বাকি সদস্যরা।’ 

এলাকাবাসী জানান, দীর্ঘদিন একটি চক্রের নেতৃত্বে এলাকার মানিক মিয়া ওই গ্রামের বিভিন্ন বাসা-বাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে আসছিলেন। সম্প্রতি শামীম মিয়ার বাড়ির পাশের ড্রেন দিয়ে এক নারীর বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় মানিক মিয়া। ধারণা করা হচ্ছে, শামীম মিয়ার বাড়ির শৌচাগারের পাইপ দিয়ে অবৈধ সংযোগের লিকেজের মধ্যে বসতর ঘরে ঢুকে পরে গ্যাস। 

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এটি কোনো নাশকতা কিনা; তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে মনে হয়েছে, এটি জ্বালানী গ্যাসের বিস্ফোরণ থেকেই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

নরসিংদীতে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ

নরসিংদীতে অবৈধভাবে মাটি কাটায় ৯ জনকে কারাদণ্ড

নরসিংদীতে যুবলীগ নেতার কয়েক কোটি টাকার সম্পদ জব্দ করল দুদক

নরসিংদীতে অটোরিকশা ছিনতাইয়ের সময় গলা কেটে হত্যা

নরসিংদীতে ভূমিকম্প: শিশুদের ভয় কাটেনি এখনো, দেওয়া হচ্ছে কাউন্সেলিং

গুজব-আতঙ্কে নরসিংদীবাসী, রাত কাটছে ঘরের বাইরে

ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়া হলো না মায়ের, চলন্ত মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে গেল প্রাণ

বুয়েটের বিশেষজ্ঞ দলের পরিদর্শনের পর নরসিংদীর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে: জেলা প্রশাসক