হোম > সারা দেশ > নরসিংদী

ঢাকা-ভৈরব বাজার রুটে নতুন কমিউটার ট্রেনের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভৈরব বাজার থেকে ছেড়ে আসা নরসিংদী কমিউটার-১ ট্রেন। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-নরসংদী-ভৈরব বাজার রুটে নতুন এক জোড়া কমিউটার ট্রেন চালু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এই ট্রেনের উদ্বোধন করেন রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান।

ভৈরব বাজার থেকে ছেড়ে আসা নরসিংদী কমিউটার-১ রাজধানীর কমলাপুর রেলস্টেশনে স্বাগত জানানোর মাধ্যমে এ ট্রেন সেবার উদ্বোধন করা হয়। এ সময় ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়।

নতুন ট্রেনের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এই ট্রেনের আসনবিন্যাস মেট্রোরেলের আদলে করা হয়েছে। মেট্রোরেলের ভেতর বসার সিট যেমন থাকে এই ট্রেনের ভেতরের আসন ব্যবস্থাও সেই রকম করা হয়েছে।’

ট্রেনটি ঘুরে দেখা যায়, নাম নতুন হলেও, ট্রেনটি মূলত পুরোনো কোচ মডিফিকেশন করে নামানো হয়েছে।

এদিকে, নরসিংদী কমিউটার-১ ট্রেনটি সকাল ৬টা ৪৫ মিনিটে ভৈরব বাজার থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল ৯টা ৫ মিনিটে। ট্রেনটি দৌলতকান্দী, মেথিকান্দা, নরসিংদী, আড়িখোলা, টঙ্গী, ঢাকা বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি করবে।

অন্য দিকে, নরসিংদী কমিউটার-৪ কমলাপুর রেলস্টেশন, ঢাকা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ছেড়ে ভৈরব বাজার পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে। নরসিংদী কমিউটার-৪ তেজগাঁও, ঢাকা বিমানবন্দর, টঙ্গী, পুবাইল, আড়িখোলা, নরসিংদী ও মেথিকান্দায় যাত্রাবিরতি করবে। কমিউটার ট্রেন দুটির টিকিট সংশ্লিষ্ট কাউন্টার হতে ইস্যু করা হবে।

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে দেখতে লোকজনের ভিড়

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদীতে সংঘাত বন্ধে বিশেষ কম্বিং অপারেশন চালানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত ১০

নরসিংদীতে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা সুপার নিহত

আড়িয়াল খাঁ নদের তীর থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার