নরসিংদী: নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি জুন মাসে এটি সর্বোচ্চসংখ্যক শনাক্ত। এর আগে একই মাসের ৫ জুন সর্বোচ্চ ৩০ জন ও ৭ জুন ৩২ জন শনাক্ত হয়েছিলেন। আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ১১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আইপিএইচ পরীক্ষায় ৩১ জন ও অ্যান্টিজেন পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫১২।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৩ জন, বেলাবতে ২ জন ও পলাশে ১০ জন রয়েছেন।
সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলার ২ হাজার ৭৭০ জন, শিবপুরের ৩৮২ জন, পলাশের ৬৭২ জন, মনোহরদীর ২৫৫ জন, বেলাবর ২০৪ জন, রায়পুরার ২২৫ জন রয়েছেন। নরসিংদী জেলায় মোট ২৯ হাজার ৫৭২টি নমুনা পরীক্ষা করা হয়। বর্তমানে হাসপাতালে আইসোলেশনে আছেন ১১ জন এবং হোম আইসোলেশনে রয়েছেন ১১৪ জন।
জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬২ জন। এর মধ্যে রয়েছেন নরসিংদী সদরে ৩২ জন, পলাশে ৫ জন, বেলাবয় ৬ জন, রায়পুরায় ৮ জন, মনোহরদীতে ৪ জন ও শিবপুরে ৭ জন।