হোম > সারা দেশ > নরসিংদী

অটোরিকশাচালক হত্যায় জড়িত ২ জনসহ আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ে জড়িত ২ জনসহ আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন। গতকাল রোববার রাতে ডাকাতির প্রস্তুতির সময় নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, নেত্রকোনা এলাকার মাসুদ মিয়া, ঝালকাঠির মো. মিজান, মো. শাহাবুদ্দিন, শরীয়তপুর জেলার ইকবাল হোসেন এবং বরিশালের মো. ইমরান। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্রের পাশাপাশি একটি প্রাইভেটকার এবং মোটরসাইকেল জব্দ করা হয়। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন বলেন, ‘গতকাল রোববার রাতে প্রাইভেটকার, মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র নিয়ে মাধবদী-নরসিংদী আঞ্চলিক সড়কে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় একদল ডাকাত। এমন গোপন তথ্য পেয়ে সেখানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় দেশীয় অস্ত্র ও গাড়িসহ ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ৫ জনের মধ্যে দুজন মাসুদ মিয়া ও ইকবাল জানান, গত ৬ সেপ্টেম্বর নরসিংদী শহরের চৌয়ালা এলাকার মোখলেছুর রহমানকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তাঁরা জড়িত। তাঁরা সবাই পেশাদার ডাকাত এবং ছিনতাইকারী। তাঁদের বিরুদ্ধে ঢাকা, নেত্রকোনা, শেরপুর, আশুলিয়াসহ দেশের বিভিন্ন থাকায় ডাকাতি, হত্যা, ছিনতাই, নারী নির্যাতন ও মাদক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার

নরসিংদীতে যৌথ অভিযানে ১৫ লাখ টাকা ও অস্ত্রসহ আটক ৭

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ ফার্মেসি মালিককে জরিমানা

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে