হোম > সারা দেশ > নরসিংদী

স্কুল কমিটির সভাপতিকে ‘হত্যার হুমকি’ শিক্ষকের

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় শিক্ষার্থীদের মেরে রক্তাক্ত করার অভিযোগ নিয়ে জানতে চাইলে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক মো. মোস্তাক আহমেদের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন কমিটির সভাপতি সুহেরা আক্তার। 

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাক আহমেদ গত ১ নভেম্বর দুই-তিনজন শিক্ষার্থীকে মেরে রক্তাক্ত করেন। এর পরদিন এ ঘটনাটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুহেরা আক্তারকে জানায় শিক্ষার্থীরা। এরপর ওই দিন সকালে সুহেরা আক্তার বিষয়টি জানতে চান মোস্তাক আহমেদের কাছে। তখন তিনি বিষয়টি এড়িয়ে যান। এই ঘটনার পরে ওই দিন দুপুরে সহকারী শিক্ষক মোস্তাক আহমেদের পক্ষ নিয়ে সুহেরা আক্তারের বাড়ি গিয়ে তাঁকে ভয়ভীতি দেখানোসহ হত্যার হুমকি দেন স্থানীয় কয়েক জন। 

এ নিয়ে জানতে চাইলে সুহেরা আক্তার বলেন, ‘ঘটনার দিন আমি বাড়ি ছিলাম না। পরদিন জেনে সহকারী শিক্ষক মোস্তাক আহমেদের কাছে বিষয়টি জানতে চাই। তিনি তখন বিষয়টি এড়িয়ে যান। কিন্তু পরে তাঁর ইন্ধনেই স্থানীয় কয়েক জন এসে আমাকে ভয়ভীতি দেখান ও হত্যার হুমকি দেন। এর মধ্যে আমার শাশুড়ি মারা যাওয়ায় কারণে অভিযোগ দিতে দেরি হয়। এর আগেও তাঁর বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগ ছিল। সে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।’ 

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক মো. মোস্তাক আহমেদ কোনো মন্তব্য করতে রাজি হননি। 

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সোহাগ হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগটি পাঠানো হয়েছে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর হোসেন জানান, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান

নরসিংদীর পলাশে তাঁতশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ