হোম > সারা দেশ > নরসিংদী

মারা গেছেন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস ছাদেক

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক (৭০) মারা গেছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা ধরনের অসুস্থতাসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আবদুস ছাদেক। তিন-চার মাস আগে বেশি অসুস্থ হওয়ায় তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে আজ বেলা ১১টার দিকে মারা যান।

আগামীকাল বুধবার আবদুস ছাদেকের প্রথম জানাজা উপজেলা পরিষদ মাঠে এবং দ্বিতীয় জানাজা নিজ বাড়ির পাশে আবেদা ফজলু মডেল উচ্চবিদ্যালয় মাঠে বেলা ৩টার দিকে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

উপজেলা চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক ও শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মোরশেদ খান রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বেলা ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক। আগামীকাল তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক ২০১৯ সালে বিদ্রোহী প্রার্থী হিসেবে রায়পুরা উপজেলা পরিষদের (বর্তমান) চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি দীর্ঘদিন যাবৎ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদ থেকে চারবার চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন তিনি। আবদুস ছাদেকের স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছেন।

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে দেখতে লোকজনের ভিড়

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদীতে সংঘাত বন্ধে বিশেষ কম্বিং অপারেশন চালানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত ১০

নরসিংদীতে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা সুপার নিহত

আড়িয়াল খাঁ নদের তীর থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার