হোম > সারা দেশ > নরসিংদী

সিগারেট নিতে পকেটে হাত, বাগ্‌বিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে নিজ বাড়িতে কাজী মুঈন (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলার মাছিমপুর ইউনিয়নের চৌঘরিয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটনা ঘটে।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মুঈন চৌঘরিয়া পশ্চিমপাড়া গ্রামের কাজী আরিফুল ইসলাম হানিফ মাস্টারের ছেলে।

নিহতের পিতা হানিফ মাস্টার ও স্থানীয়রা জানান, মুঈন বেলা ১১টার দিকে স্থানীয় শাহাবুদ্দিন বাজার থেকে তাঁর চার বছরের মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে একই গ্রামের নাছির উদ্দিনের ছেলে বেলায়েত হোসেন (৩২) সিগারেটের জন্য মুঈনের পকেটে হাত দেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি হয়। 

পরে ঘটনাটি উপস্থিত স্থানীয় লোকজন মীমাংসা করে দেন। মুঈন বাড়িতে ফেরার পর বেলায়েত তাঁর সহযোগীদের নিয়ে মুঈনকে নিজ ঘরে একা পেয়ে মারধর করে পালিয়ে যান। এরপর বেলায়েত আবারও মুঈনের বাড়িতে গিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে পালান। এ সময় স্থানীয় লোকজন জুমার নামাজে মসজিদে থাকায় বেলায়েতকে আটক করতে পারেননি। 

মুঈনের চিৎকারে তাঁর মা এসে রক্তাক্ত অবস্থায় ঘরের বারান্দায় তাঁকে পড়ে থাকতে দেখেন। এ সময় মুঈনের মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং শিবপুর মডেল থানা-পুলিশকে খবর দেন। 

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে আপনারা যা দেখেছেন, আমিও তা দেখেছি। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার

নরসিংদীতে যৌথ অভিযানে ১৫ লাখ টাকা ও অস্ত্রসহ আটক ৭

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ ফার্মেসি মালিককে জরিমানা

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে