হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় আগুনে এক শিশুর মর্মান্তিক মৃত্যু 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে আসবাবসহ চারটি ঘর পুড়ে গেছে। এ সময় হামিম মিয়া নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত শিশু হামিম (২) ওই এলাকার সৌদি প্রবাসী শফিকুল ইসলামের ছেলে। আগুন লাগার সময় শিশুটি ঘরে একা ঘুমিয়ে ছিল বলে জানান তাঁর স্বজনরা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রবাসী শফিকুল ইসলামের ঘরে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে তার তিন ভাইয়ের ঘরে। এই সময় ঘরে একা ঘুমিয়ে ছিল শিশু হামিম। ঘটনার সময় নিহত শিশুর মা তানিয়া বেগম বড় ছেলেকে নিয়ে বাড়ির বাইরে ছিলেন।

এদিকে আগুন লাগার খবর স্থানীয় একটি মসজিদের মাইকে প্রচার করা হয়। পরে এলাকাবাসী এগিয়ে আসলে বেলা ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ঘরে থাকা আসবাবের সঙ্গে আগুনে মৃত্যু হয় শিশুটির।

নিহত শিশুর মা তানিয়া বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘হামিমকে একা ঘরে ঘুম পাড়িয়ে বড় ছেলেকে নিয়ে বাড়ির বাইরে যাই। এর কিছুক্ষণ পরে খবর পাই ঘরে আগুন লেগেছে। এসে দেখি আগুনে পুড়ে আমার হামিম মারা গেছে।’

রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) বাপ্পি কবিরাজ আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনে শিশুটির পুরো শরীর পুড়ে গেছে। ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান