ঢাকায় চাঁদা না দেওয়ায় পাথর দিয়ে থেঁতলে মো. সোহাগ নামে এক ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টায় নরসিংদী সদর উপজেলা পরিষদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করে স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা।
মিছিলটি উপজেলা মোড় হয়ে কোর্ট রোড প্রদক্ষিণ করে জেলখানা মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ এলাকায় এসে শেষ হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
মিছিলে উপস্থিত ছিলেন ইউনাইটেড পিপলস অব বাংলাদেশের (আপ বাংলাদেশ) নরসিংদী জেলার মুখ্য সংগঠক রুহুল আমিন ফয়সাল, নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী ইউসুফ আহমেদ, রাকিবুল ইসলাম, মুজাহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘নিরাপত্তাহীনতার এই চিত্র কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একের পর এক মানুষ হত্যার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। এভাবে আর চলতে দেওয়া যায় না।’ এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার কার্যক্রম শুরুর আহ্বান জানান তাঁরা।
উল্লেখ্য, রাজধানীর মিটফোর্ডে চাঁদা না দেওয়ায় সোহাগ নামের ওই ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। পরে পুলিশ যুবদল নেতা মঈনসহ দুজনকে আটক করে। ইতিমধ্যে তাদের যুব দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ী গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করছিলেন।