হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে ব্যবসায়ী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ব্যবসায়ীকে হত্যা মামলায় অজিত চন্দ্র দাস নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ সোমবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আ ন ম ইলিয়াছ এ রায় দেন। 

রাষ্ট্র পক্ষের আইনজীবী এম কেরামত আলী আকন্দ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলার বরাতে আইনজীবী কেরামত আলী আকন্দ জানান, মাছ ব্যবসা নিয়া শত্রুতার জেরে ২০১৫ সালের ২৯ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে নরসিংদী বড় বাজারের মাছপট্টিতে অজিত চন্দ্র বর্মণসহ কমল বর্মণ ও ধনা দাস নামের আরও ২ জন অনিল চন্দ্রকে (৩০) কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত অনিল চন্দ্র বর্মণের মা জলদা বর্মণ বাদী হয়ে তিনজনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি অজিত চন্দ্র দাসকে অভিযুক্ত করে এবং অপর ২ আসামিকে অব্যাহতির আবেদন জানিয়ে আদালতে অভিযোগ দাখিল করেন। মামলায় অভিযোগপত্র গ্রহণ করে ও ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন। আসামি অজিত চন্দ্র দাস দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছে।

নরসিংদীতে যৌথ অভিযানে ১৫ লাখ টাকা ও অস্ত্রসহ আটক ৭

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ ফার্মেসি মালিককে জরিমানা

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত