হোম > সারা দেশ > নরসিংদী

বাবার লাশ রেখে পরীক্ষার হলে সিনথিয়া

প্রতিনিধি(নরসিংদী) পলাশ

ঘরে বাবার লাশ রেখে চোখের জল নিয়ে এসএসসি পরীক্ষা দিল সিনথিয়া। আজ রোববার নরসিংদীর পলাশে এ ঘটনা ঘটে। 

সিনথিয়ার বাবা মৃত হুমায়ূন কবির (৪৮) উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পলাশ কুটিরপাড়া গ্রামের মৃত মোখলেছ সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, আজ রোববার ফজরের নামাজের পর সিনথিয়া কবিরের বাবা হ‌ুমায়ূন কবির (৪৮)  মৃত্যুবরণ করেন।  বাবাকে হারিয়ে অনেকটা নির্বাক হয়েও সহপাঠী ও কেন্দ্রসচিবের সহযোগিতায় ঘোড়াশাল ডা. নজরুল বিন নূর মহসিন বালিকা বিদ্যালয় ও কলেজে ওই ছাত্রী এসএসসির প্রথম দিনের পদার্থ (তত্ত্বীয়) পরীক্ষায় অংশ নেয়।  

সিনথিয়ার স্বজনেরা জানান, হুমায়ুন কবির হার্ট অ্যাটাক করে ভোরে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তাঁর জানাজা রোববার দুপুর আড়াইটার দিকে কো-অপারেটিভ স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় হুমায়ূন কবিরের আত্মীয়স্বজন, প্রতিবেশী, গ্রাম ও আশপাশের এলাকার মানুষ অংশ নেন।  

ডা. নূর মহসিন বালিকা বিদ্যালয় ও কলেজর অধ্যক্ষ ও পরীক্ষাকেন্দ্রের কেন্দ্রসচিব রিনা নাসরিন বলেন, `পরীক্ষার্থী সিনথিয়া কবিরের বাবার মৃত্যুর বিষয়টি আমরা অবগত হয়েছি। তার জন্য কোনো বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হচ্ছে না। সে সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিয়েছে।'

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান