হোম > সারা দেশ > নরসিংদী

পলাশে জুট মিলে হামলা-ভাঙচুর, ৬ নিরাপত্তাকর্মী আহত

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশে আকিজ-বশির গ্রুপের মালিকানাধীন জনতা জুট মিলে হামলা চালিয়েছেন মিলের বিক্ষুব্ধ শ্রমিকেরা। এ সময় বাধা দিলে মিলের ছয় নিরাপত্তাকর্মী আহত হন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাগপাড়া গ্রামের মিলটিতে হামলার এ ঘটনা ঘটে।

হামলায় মিলের প্রশাসনিক ভবন, লেবার অফিস, নিরাপত্তা অফিস, গেস্ট হাউসসহ বিভিন্ন অফিসে ভাঙচুর-লুটপাট করা হয়। খবর পেয়ে র‍্যাব, পুলিশ ও সেনাসদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জনতা জুট মিল লিমিটেডের জি এম মো. মতিউর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কয়েক দিন ধরে শ্রমিকেরা বেতন-বোনাস বৃদ্ধিসহ ১৪ দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে শ্রমিকদের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে শ্রমিক প্রতিনিধির বৈঠক চলছিল। এ সময় মালিকপক্ষ দাবি বাস্তবায়নে ১৫ দিন সময় চাইলে শ্রমিকদের একটি অংশ বিক্ষুব্ধ হয়ে মিলের বিভিন্ন অফিসে হামলা-ভাঙচুর চালায়। তাতে গুরুত্বপূর্ণ নথিপত্র বিনষ্ট করাসহ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বিভিন্ন আসবাবপত্র।

মতিউর রহমান দাবি করেন, এ সময় হিসাবকক্ষের লকার ভেঙে শ্রমিকদের মজুরির প্রায় অর্ধকোটি টাকা লুট করে নেওয়া হয়। হামলায় বাধা দিতে গিয়ে আহত হন মিলের ছয়জন নিরাপত্তাকর্মী। পরে নরসিংদী ক্যাম্পের সেনাবাহিনী, র‍্যাব ও পলাশ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জানতে চাইলে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকতিয়ার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে দেখতে লোকজনের ভিড়

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদীতে সংঘাত বন্ধে বিশেষ কম্বিং অপারেশন চালানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত ১০

নরসিংদীতে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা সুপার নিহত

আড়িয়াল খাঁ নদের তীর থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার