হোম > সারা দেশ > নরসিংদী

ধান খেতে পড়ে ছিল ইজিবাইক চালকের গলাকাটা লাশ 

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে ধানখেত থেকে এক ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মো. রবিউল (১৮)। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে দুলালপুর ইউনিয়নের সাতপাইকা পূর্বপাড়া গ্রামের রাস্তার পাশের খেত থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত রবিউল শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুরা গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে। তিনি শিবপুরের ধানুয়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। 

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে এলাকাবাসী সাতপাইকা গ্রামের ওই ধানখেতে অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে। এ সময় স্থানীয়রা ইউপি সদস্য মোঙ্গল মিয়ার মাধ্যমে ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লাকে ঘটনা জানান। 

পরে চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদারসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরে স্বজনেরা তাঁর পরিচয় শনাক্ত করেছে বলে জানায় পুলিশ। 

গতকাল শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে গলা কেটে হত্যা শেষে মরদেহ ওই খেতে ফেলে গেছে বলে ধারণা পুলিশের। 

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনা হবে।

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান

নরসিংদীর পলাশে তাঁতশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে দেখতে লোকজনের ভিড়

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন