হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে বকেয়া বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা-টঙ্গী-পাঁচদোনা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে পাকিজা গ্রুপের শ্রমিকেরা। আজ সোমবার দুপুর ১২টা থেকে তারা কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াছ মিয়া এই তথ্য জানিয়েছেন।

তাতে ঢাকার মহাখালী থেকে টঙ্গী হয়ে নরসিংদীর ঘোড়াশাল ও পাঁচদোনা পর্যন্ত মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। অবরোধের ফলে এই সড়কে মহাখালী থেকে ঘোড়াশাল, নরসিংদী, পাঁচদোনা, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট ও কিশোরগঞ্জগামী যানবাহনের যাত্রীরা দুর্ভোগে পড়েন। সড়কজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট।

অবরোধকারী শ্রমিকেরা জানান, পাকিজা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মমটেক্স এক্সপো লিমিটেড সময়মতো শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করছে না। ওভারটাইম এবং ঈদ বোনাস দিতেও গড়িমসি করছে কারখানা কর্তৃপক্ষ। ৫ হাজারের বেশি শ্রমিকের গত ছয় মাসের ওভারটাইম বকেয়া পড়েছে। যথাসময়ে প্রতি মাসের বেতনসহ বোনাস, ওভারটাইম এবং নাইট বিল পরিশোধের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বলে শ্রমিকেরা জানান।

বিক্ষোভের ফলে সড়কের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে মাধবদী থানা-পুলিশ অবরোধকারীদের সরানোর চেষ্টা চালাচ্ছেন। তবে দাবি পূরণ হওয়ার আগপর্যন্ত সড়ক ছাড়বেন না বলে জানান শ্রমিকেরা।

মাধবদী থানার এসআই মো. ইলিয়াছ মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। বকেয়া বেতন-ভাতা পরিশোধের বিষয়ে মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। কিছুক্ষণের মধ্যে সমস্যার সমাধান হতে পারে।

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার

নরসিংদীতে যৌথ অভিযানে ১৫ লাখ টাকা ও অস্ত্রসহ আটক ৭

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ ফার্মেসি মালিককে জরিমানা

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে