হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ১ 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় বালু ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাগর মিয়া (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আজ বুধবার ভোরে উপজেলার দুর্গম চরাঞ্চল নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও সোনাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল-আলম বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত সাগর মিয়া (২৬) নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি গ্রামের জয়নাল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। এখন পর্যন্ত আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। স্বজনেরা আইনি জটিলতা এড়াতে নিজেরাই তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন। 

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারসহ নানা কারণে রাজিব গ্রুপ ও আনোয়ার গ্রুপের মধ্যে ঝামেলা চলছিল। রাজিব গ্রুপের লোকজন দীর্ঘদিন ধরেই এলাকাছাড়া ছিল। বুধবার ভোরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এলাকা দখলে নেওয়ার চেষ্টা করে। এ সময় রাজিব গ্রুপের লোকজন বীরগাঁও, সোনাকান্দি, আমিরাবাদসহ বিভিন্ন স্থানে হামলা চালায়। প্রতিপক্ষ আনোয়ার গ্রুপের লোকজন প্রতিরোধ গড়তে গেলে দুই গ্রুপে সংঘর্ষ হয়। একপর্যায়ে গোলাগুলিতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পথে সাগর মিয়ার (২৬) মৃত্যু হয়। 

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল-আলম বলেন, সোনাকান্দি ও আমিরাবাদ গ্রামের পূর্ববিরোধসহ বালুর ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান

নরসিংদীর পলাশে তাঁতশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ