হোম > সারা দেশ > নরসিংদী

নিপাহ ভাইরাসে আক্রান্ত যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

নিপাহ ভাইরাসে আক্রান্ত নরসিংদীর রায়পুরা উপজেলার শাহ আলম (২২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার রাত আটটার দিকে হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান-স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন মোহাম্মদ আলাউদ্দিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ওই যুবক নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার রাতে মারা গেছেন।’

শাহ আলম নরসিংদী জেলার রায়পুরা উপজেলার জালাল হোসেনের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে সে ছোট। শাহ আলমের ভগ্নিপতি রাসেল মিয়া বলেন, এলাকায় একটি চীনা কোম্পানিতে চাকরি করতেন শাহ আলম। গত বৃহস্পতিবার হঠাৎ জ্বরে আক্রান্ত হন তিনি। স্থানীয় ফার্মেসি থেকে প্যারাসিটামল ট্যাবলেট সেবন করানো হয় তাঁকে। পরদিন শুক্রবার জ্বর আরও বেড়ে যায়। তিনি মাথা ঘুরে পড়ে যান এবং বমি করতে থাকেন। এই অবস্থা দেখে তাঁকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শুক্রবার রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাসেল আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পর থেকে তাঁর অবস্থার আরও অবনতি হতে থাকে। কথা বলাও বন্ধ হয়ে যায়। আজ সোমবার সন্ধ্যায় জানানো হয়, শাহ আলম নিপাহ ভাইরাসে আক্রান্ত। এর কিছুক্ষণ পরই তিনি মারা যান।

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান

নরসিংদীর পলাশে তাঁতশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ