হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে কলেজছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে আবু হুরেক (২৫) নামের ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১। আজ শুক্রবার দুপুরে শহরের বাজিড় মোড়স্থ একটি আবাসিক হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র‍্যাব-১১ এর নরসিংদী ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।

গ্রেপ্তার আবু হুরেক সদর উপজেলার মধ্যশীলমান্দি এলাকার বাসিন্দা মোঃ শফিকুল ইসলামের ছেলে। 

অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, আবু হুরেক ফেসবুকে নরসিংদীতে বসবাসকারী এক কলেজ ছাত্রীর (১৯) সঙ্গে পরিচিত হন এবং তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দুই বছর ধরে একাধিকবার ওই কলেজ ছাত্রীকে ধর্ষণ করেন তিনি। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী বিয়ে না করায় ওই ছাত্রী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এই ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে গত বৃহস্পতিবার নরসিংদী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এরপর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে র‍্যাবের নরসিংদী ক্যাম্পের একটি দল শহরের বাজির মোড়ের একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে আবু হুরেককে গ্রেপ্তার করে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পরে তাঁকে সদর থানায় হস্তান্তর করা হয়।

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান

নরসিংদীর পলাশে তাঁতশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে দেখতে লোকজনের ভিড়